Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধায় ইউডিপির সমন্বয় সভা অনুষ্ঠিত 

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৫ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৫ PM

bdmorning Image Preview


গাইবান্ধা ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউডিপি) আয়োজনে ত্রৈমাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পৌরসভার সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।

সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার, কাউন্সিলর রকিবুল হাসান সুমন ও শহীদ আহম্মেদ, নির্বাহী প্রকৌশলী এ বি এম সিদ্দিকুর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের রংপুর রিজিওনাল কো-অর্ডিনেটর মো. মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা জেলার ফিল্ড কো-অর্ডিনেটর আরসাদ আনিছুর রহমান, ইউডিপির টাবুপাড়া-মাঝিপাড়া কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবী সংগঠন গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের কার্যকরি উপদেষ্টা আইয়ুব হাসান সুমন, গাইবান্ধা ইয়ুথ ফোরামের সভাপতি তাওহীদ তুষার ও সাধারণ সম্পাদক মনির হোসেন মিলনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

সভায় পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন তার বক্তব্যে এই সভার প্রতি গুরুত্বারোপ করেন ও পরিচ্ছন্ন নগর গড়তে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

Bootstrap Image Preview