Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কচুপাত্রা বাজারের খাল অবৈধভাবে দখল করেছে স্থানীয়রা

খাইরুল ইসলাম আকাশ, বরগুনা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৬ AM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৭ AM

bdmorning Image Preview


বরগুনার তালতলী কচুপাত্রা বাজারের খাল অবৈধভাবে দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। খালের পারে দু'শতাধিক দোকান নির্মাণ করেছে তারা। প্রশাসনকে জানানো হলেও অজ্ঞাত কারণে তারা পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধ খাল দখল মুক্ত করার দাবি এলাকাবাসীর।

জানা গেছে, উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা খালের পাড়ে বাজারটি। রবিবার একদিন বাজার বসে। ওই বাজারে হাজার হাজার লোকের সমাগম হয়।

গত ২ বছর ধরে ওই বাজারের কচুপাত্রা খালের দু'পাড় স্থানীয় প্রভাবশালীরা দখল করে নেয়। খালের দু'পাড়ে দু'শতাধিক দোকান ঘর নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালীরা। দোকান ও ইমারত নির্মাণ করায় একাধারে খাল সংকুচিত হচ্ছে। অন্যদিকে, নাব্যতা কমে ভরাট হয়ে যাচ্ছে।

নাব্যতা কমে যাওয়ায় খালে নৌকা চলাচল করতে পারছে না। খালটি এখন মরা খালে পরিনত হয়েছে। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজারে নিয়ে আসতে সমস্যা হচ্ছে। খালটির অবৈধ দখল উচ্ছেদ করে সংস্কারের দাবি জানান এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, খালের দু'পাড়ে বড় বড় দোকান ঘর ও ইমারত নির্মাণ করে স্থানীয়রা বসবাস করছে।

হাকিম নামের এক প্রভাবশালী ইমারত নির্মাণ করেন খালের মধ্যে। দু'শতাধিক অবৈধভাবে খাল দখল করে দোকান-ঘর ও ইমারত নির্মাণ করেছে।

খাল দখল করে ইমারত নির্মাণে স্থানীয় এলাকার নাম প্রকাশ না করতে একাধিক লোক জানান, দখলের কারণে খালের নাব্যতা হারিয়েছে, খাল সংকুচিত হয়ে গেছে। খালে নৌকা চলাচল করতে না পারায় বাজারে আসা লোকজন নিত্য প্রয়োজনীয় মালামাল নিয়ে আসতে পারছেনা।

তালতলী উপজেলা নিবাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা রহমান বলেন, ঘটনাস্থানে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview