Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সাঘাটায় সততা স্টোর উদ্বোধন

মোস্তাফিজুর রহমান ফিলিপস, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৭ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৭ PM

bdmorning Image Preview


শিক্ষার্থীদের মাঝে সততার আলো ছড়িয়ে দিতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় সততা স্টোর উদ্বোধন করেছেন মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম পি ।

আজ বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জোটের আয়োজনে ও প্রধান শিক্ষক সুলতান ফারুক লিপটনের সভাপতিত্বে উল্ল্যা বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, একটি সৎ, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনে এই প্রজন্মের শিক্ষার্থীদের মানসিকভাবে তৈরি করতে হবে। তাদের মধ্যে সততার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে ভবিষ্যৎ বাংলাদেশে দুর্নীতি বলে কোনো কিছুর অস্তিত্ব আর থাকবে না। ‘সততা স্টোর’ সততা চর্চার একটি প্লাটফর্ম। এটি একটি প্রতীক। নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং অল্প বয়স থেকেই দুর্নীতি বিরোধী নৈতিকতায় উদ্বুদ্ধ করার মহান উদ্যোগ।

প্রধান শিক্ষক খন্দকার সুলতান ফারুক লিপটন বলেন, মূলত শিক্ষার্থীদের মাঝে সততার চর্চার উদ্দেশ্যেই দোকানটি করা হয়েছে। এটিকে সততার ব্যবহারিক শ্রেণিকক্ষ বলা যেতে পারে। নির্দিষ্ট কিছু নির্দেশনা মেনে ওই বিপণি থেকে তাদের প্রয়োজনীয় যেকোনো পণ্য কিনতে পারবে শিক্ষার্থীরা। কেবল স্কুলের শিক্ষার্থী-শিক্ষকেরাই এ দোকান থেকে ক্রয় করতে পারবেন। শিক্ষার্থীরা ক্রয় করার পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের পাশাপাশি ক্যাপ্টেনের সহযোগিতা নিতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন, উজ্জল কুমার ঘোষ উপজেলা নির্বাহী অফিসার, মোস্তাফিজুর রহমান সাঘাটা থানা ইনচার্জ, নাজমুল হুদা দুদু ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সাঘাটা উপজেলা, কামরুল ইসলাম নিয়াজ কাদেরী সাধারন সম্পাদক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ শিক্ষক শিক্ষিকা ছাত্রী প্রমুখ।

Bootstrap Image Preview