Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বজ্রপাত রোধে শৈলকুপায় ২ লাখ তালবীজ রোপণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৭ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৭ PM

bdmorning Image Preview


ঝিনাইদহ প্রতিনিধিঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে ঝিনাইদহের শৈলকুপায় ২ লাখ তালবীজ রোপণ করা হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শৈলকুপা উপজেলার ফাজিলপুর এলাকায় তালবীজ রোপণের উদ্বোধন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উদ্বোধনের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২'শ ৭১টি প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে স্ব-স্ব প্রতিষ্ঠান এলাকায় ২ লক্ষাধিক তালবীজ রোপন করে।

Bootstrap Image Preview