Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাইদুল ইসলামের মুক্তির দাবিতে জাবিতে মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৪ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাবি প্রতিনিধি:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গ্রেফতারকৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা ও বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহা‌রের দা‌বি‌তে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, সরকারের বোঝা উচিৎ সমালোচকরা কখনও শত্রু হতে পারে না। মাইদুল ইসলাম কোটা সংস্কারের বিষয়ে সরকারের তৎকালীন সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। কিন্তু সরকার বর্তমানে কোটা সংস্কারের দাবি মেনে নিয়েছে। তাহলে সমালোচনার কারণে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে কেন শাস্তির সম্মুখীন হতে হবে?

এ সময় দেশের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শিক্ষকদের বিভিন্ন সংগঠনকে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানান তি‌নি।

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, বাংলাদেশে শিক্ষকদের বাক স্বাধীনতা নেই। সেনা শাসকরা যেভাবে বাকস্বাধীনতা হরণ করেছিলো বর্তমানেও ঠিক একই ভাবে বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে। তার বাস্তব উদাহরণ হলো মাইদুল ইসলাম।

মানববন্ধনে অারও উপস্থিত ছিলেন- অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক স্বাধীন সেন, অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর, সহযোগী অধ্যাপক রায়হান রাইন প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে গত ২৩ জুলাই তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় চট্টগ্রামের হাটহাজারী থানায় মাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর আট সপ্তাহের জামিন নেন মাইদুল। জামিনের মেয়াদ শেষে গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে আত্মসর্পণ করেন মাইদুল। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Bootstrap Image Preview