Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা আত্মসাৎ করতো তারা...

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৫ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৫ PM

bdmorning Image Preview


ঢাকার দক্ষিনখান থানাধীন এলাকা থেকে একটি প্রতারণাকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। এ চক্রটি প্রতারণামূলকভাবে বেকার যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা আত্মসাৎ করতো বলে জানায় সিআইডি।

গতকাল মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে আটক করা হয় ঐ ৩ আসামিকে।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ চানপুরের মৃত-রব মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন, শরিয়তপুরের গৌর নিতাই চন্দ্র মালোর ছেলে তপন কুমার মালো এবং টাঙ্গাইলের রামপুর এলাকার মো: আব্দুল মালেকের ছেলে মোঃ রাকিব হাসান।

জানা যায়, গোপন সংবাদে সিআইডি জানতে পারে- ঢাকার দক্ষিনখান থানাধীন ০১ নং গাজী টাওয়ারের ৩য় তলায় ‘লাইফ ওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ নামে একটি এজেন্সি খুলে একদল অসাধু প্রতারক চক্র পরস্পর যোগসাজসে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে। বেকার যুবকদের চাকুরীর প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা আত্মসাৎ করছে। চক্রটি ঢাকা শহরসহ আশপাশ এলাকায় স্বল্প সময়ের জন্য অফিস ভাড়া নিয়ে ট্রেনিংয়ের নাম করে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীদের বিদায় করে দেয়।

পরে এ খবরের ভিত্তিতে সিআইডির বিশেষ পুলিশ সুপার জনাব মোঃ এনামুল কবিরের তত্ত্বাবধানে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ খসরুল আলম, এসআই মুকুল হোসেন, এসআই গৌতম কুমার শীল, এসআই মোঃ আলম মিয়াসহ ফোর্সদের নিয়ে মঙ্গলবার গাজী টাওয়ারে অভিযানটি পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে উক্ত প্রতিষ্ঠানের প্যাডে লিখিত ১৯০টি অঙ্গিকার নামা, ২৫টি ফরম, পূরণকৃত অঙ্গিকারনামার ১৪ সেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে উপ-পুলিশ পরিদর্শক মোঃ মুকুল হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত তিন আসামীসহ ১৬ জন আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে দক্ষিণ খান থানায় একটি মামলা রুজু হয়। যার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

Bootstrap Image Preview