Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাতকে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৯ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৯ PM

bdmorning Image Preview


ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজারে খাবারের হোটেল ও ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাউয়া বাজারে সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের সহকারী পরিচালক নুর হোসেনের এ অভিযান চালায়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় ৫টি প্রতিষ্ঠানকে পচা, বাসি ও নোংরা খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মোট ২০ হাজার টাকা জরিমানা করে।

এদের মধ্যে জাউয়া বাজার ইসলাম রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, তিন ভাই রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, মসান্না রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, তাওহিদা রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, হাবিব বেকারিকে ২ হাজার টাকা ও রাজা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি মিষ্টির দোকানদার ও ফল ব্যবসায়ীরা জরিমানার অর্থ এড়াতে দোকান বন্ধ করে পালিয়ে যান।

Bootstrap Image Preview