Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মক্কা থেকে মদিনায় ট্রেন ছুটবে ৩০০ কিলোমিটার বেগে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৬ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৬ PM

bdmorning Image Preview


সৌদি আরবে উচ্চগতিসম্পন্ন ট্রেন উদ্বোধন করা হয়েছে ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে মক্কা থেকে মদিনা পর্যন্ত ৪৫৩ কিলোমিটার পথে বিরতিহীনভাবে চলবে ট্রেন

আজ বুধবার পবিত্র নগরী মক্কা, মদিনা জেদ্দা সংযোগকারীহারামাইন এক্সপ্রেসনামে এই উচ্চগতিসম্পন্ন ট্রেনটির উদ্বোধন করা হয়

সৌদি ভিশন-২০৩০’-এর অন্যতম অংশ হিসেবে মক্কা, মদিনা জেদ্দা সংযোগকারী ব্যবস্থায় মোট খরচ হয়েছে ৬০০ কোটি ডলার এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ যোগাযোগ প্রকল্প বছরে পথে প্রায় কোটি লোক যাতায়াত করতে পারবে বাণিজ্যিকভাবে এটি আগামী সপ্তাহে চালু হবে

এতে হজ, ওমরা জিয়ারতকারীরা নিরাপদ, আরামদায়ক এবং যানজটমুক্তভাবে শহর দুটির মধ্যে চলাচল করতে পারবে পাশাপাশি এতে বাস সার্ভিসের ওপরও চাপ কমবে

মক্কার স্টেশনটি পবিত্র কাবা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এবং মদিনা শহরের স্টেশনটি কিং আবদুল আজিজ রোডের নলেজ ইকোনমিক সিটিতে অবস্থিত ট্রেনটি মক্কা-মদিনা ছাড়াও জেদ্দা রাবিগ শহরের মধ্যেও যাতায়াত করবে

সম্পর্কে সৌদি যোগাযোগমন্ত্রী নাবিল আল-আমৌদি বলেন,‘মক্কা মদিনার মধ্যে যোগাযোগব্যবস্থা এখন অন্য যে কোনো সময়ের চেয়ে সহজ এবং দ্রুত হয়েছে

রেললাইনের জন্য ৬টি রেল স্টেশন নির্ধারণ করা হয়েছে যেখানে আধুনিক সব সুযোগ সুবিধাসহ গাড়ি পার্কিং, দোকান, ভ্রমণার্থীদের জন্য বিশ্রাম কক্ষ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে

এক বিবৃতিতে সৌদি রেলওয়ে জানিয়েছে,ওই লাইনে চলাচলকারী প্রত্যেক ট্রেন ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে চলবে এবং ৪৪৪ জনের মতো যাত্রী পরিবহন করতে পারবে দিনে রাতে একটি করে ট্রেন চলবে

Bootstrap Image Preview