Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাককানইবি'তে মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে কমিটি গঠন

নিহার সরকার, জাককানইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০ PM

bdmorning Image Preview


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে ২৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে কমিটি'টির প্রকাশ করা হয়।

কমিটিতে স্নাতকোত্তর এ অধ্যয়নরত ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী এস এম হাসিবুল ইসলামকে সভাপতি ও স্নাতকোত্তর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চারুকলা বিভাগের শিক্ষার্থী অনন্যা নওরীন সাফাকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও উপদেষ্টা হিসেবে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. রশীদূন নবী, আল জাবির, আ.হালিম, রাধে শ্যাম, মাহমুদুল হাসান মামুন ও মাসুদ রানা রয়েছেন।

কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন।

এবিষয়ে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধ ও মুক্তিযোদ্ধা পরিবারের সকলকে ঐক্যবদ্ধ রাখা আমাদের লক্ষ্য।

উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে কমিটির সূচনা করেন নেতৃবৃন্দ।

Bootstrap Image Preview