Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় শহরজুড়ে আতংক: সন্দেহ ভাজন গ্রেফতার ১০ 

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৮ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪০ AM

bdmorning Image Preview


হবিগঞ্জ শহরের আয়ারল্যান্ড প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় শহরজুড়ে শুরু হয়েছে আতংক। গুরুতর আহত প্রবাসীর স্ত্রী পিংকি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে, ডাকাতদের পাকড়াও করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চলছে ব্যাপক ধরপাকড়ও। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত সন্দেহভাজন ১০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেফতারের বিষয় অস্বীকার করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

তবে পুলিশের একটি সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে এদের অনেককেই ছেড়ে দেয়া হয়েছে। তদন্তের স্বার্থে বিষয়টি গোপন রাখা হয়েছে।

উল্লেখ , হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা আশরাফুজ্জামান ফাহিম আয়ারল্যান্ড প্রবাসী। গত সোমবার দিবাগত মধ্য রাতে মুখোশধারী ডাকাতদল তার বাসার রান্নাঘরের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ওই প্রবাসীর স্ত্রী পিংকি চিৎকার করলে ডাকাতদল তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি আচ করতে পেরে আহত প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

Bootstrap Image Preview