Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কাজের প্রলোভনে ভারেত গিয়ে ২ সহোদরের ৩ বছরের কারাভোগ

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৩ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪০ AM

bdmorning Image Preview


ভারতের সীমান্তের অবৈধ পথে আটক দুই বাংলাদেশি সহোদর তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে।

সোমবার সন্ধ্যায় ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এই দুই ভাইকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা দুই সহোদর হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের সোহরাব আলীর ছেলে সবুজ আলম (৩৮) ও ফারুক আলম (৩৬)।

দেশে ফেরত আসা সবুজ আলম বলেন, ভাল কাজের প্রলোভনে পড়ে তারা তিন বছর আগে সিলেট সীমান্ত দিয়ে ভারতের বিহার প্রদেশে যান। কিন্তু সেখানে যাওয়ার পর পুলিশ তাদের আটক করলে আদালত অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন বছরের সাজা দেন এবং পাটনা জেল হাজতে পাঠায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ভারতের জেলখানায় সাজা শেষে দুই ভাইকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট দিয়ে আমাদের কাছে হস্তান্ত করেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে বেনাপোল পোর্ট থানার এস আই মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরত আসা যুবকদের থানার আনুষ্ঠানিকতা শেষ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Bootstrap Image Preview