Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাঙ্গাবালীতে বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে, ৪ জনের বিরুদ্ধে মামলা

এম সোহেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২২ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২২ AM

bdmorning Image Preview


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিদেশ পাঠানোর নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের খাসমহল গ্রামের দুলাল প্যাদার স্ত্রী কুলসুম বেগম বাদি হয়ে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন- উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের খাসমহল গ্রামের নিজাম হাওলাদার (৪০), তহমিনা বেগম (৪২), আঃ মজিদ হাওলাদার (৬২) ও সাইফুল (৩৫)।

ওই মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, আসামিরা প্রতারক ও ভুয়া আদম ব্যবসায়ী। আসামিদের কয়েকজন আত্মীয়-স্বজন বিদেশ বসবাস করছে। সেই নাম ভাঙিয়ে তারা এলাকায় আদম ব্যবসা শুরু করে। দীর্ঘদিন ধরে বাদি কুলসুম তার বেকার ছেলে রমজান হাসানকে বিদেশে পাঠানোর চেষ্টা করে আসছে। বাদি এবিষয়টি আসামিদের সঙ্গে আলোচনা করে।

একপর্যায় সাড়ে ৪ লাখ টাকার বিনিময়ে বাদির ছেলেকে চাকরি দিয়ে সৌদি আরব পাঠানোর প্রতিশ্রুতি দেয় আসামিরা। এ কথায় সায় দিয়ে ২০১৭ সালের ২৬ ডিসেম্বর আসামিদের বাদি তুলে দেন। কিন্তু টাকা দেওয়ার পর বাদির ছেলেকে বিদেশ না পাঠিয়ে বিভিন্ন অজুহাতে ঘুরাতে থাকে তারা। পরবর্তীতে বাদির টাকা না ফেরত দেওয়ায় স্থানীয়ভাবে শালিস বিচারও হয়। তবুও কোন ফলাফল আসেনি টাকা চাইলে বাদিকে খুন-জখমের হুমকি দেয় আসামিরা।

মামলার বাদি কুলসুম বেগম জানান, ‘আমার স্বামী ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী। ছেলে বেকার থাকায় তাকে বিদেশ পাঠানোর জন্য আসামিদের কাছে টাকা দিছি। কিন্তু বিদেশ পাঠানতো দূরের কথা আসামিরা প্রভাবশালী হওয়ায় আমার দেওয়া টাকা আমাকে ফেরত দেয়না। উল্টো আমিসহ আমার পরিবারের লোকদের বিভিন্ন ধরণের হুমকি ধামকি দিচ্ছে। নিরুপায় হয়ে আদালতে মামলা করছি।

Bootstrap Image Preview