Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নাইক্ষ্যংছড়িতে পরিচ্ছনতা অভিযান

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২০ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২০ AM

bdmorning Image Preview


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সার্বিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা সদরের থানা মোড় থেকে বাজার এলাকা পর্যন্ত এই অভিযানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি।

এসময় তিনি বলেন- ময়লা আবর্জনা থেকে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। পাশাপাশি এলাকার সৌন্দর্য্যহানি ঘটে। এই অভিযানটির মাধ্যমে পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলতে সকলের প্রতি আহ্বান জানান।

সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন- মানুষকে সচেতন করে তোলার জন্যই এই আয়োজন। এককভাবে এই সমস্যা সমাধান করা সম্ভব না। তাই নিজের এলাকার সৌন্দর্য্য রক্ষায় জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার, যুবলীগ সভাপতি জসিম উদ্দিনসহ পরিষদের সদস্য, রাজনৈতিক-সামাজিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview