Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবি ‘খ’ ইউনিটে ১০০ জনের মধ্যে ৮৬ জনই ফেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৪ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়া প্রতি ১০০ জনের মধ্যে ৮৬ জনই ফেল করেছে। অর্থাৎ উচ্চমাধ্যমিকে পাস করা শিক্ষার্থীদের ১৪ শতাংশই কেবল পাস করেছে এই পরীক্ষায়।

মঙ্গলবার বেলা একটায় ঢাবি উপাচার্য আখতারুজ্জামান প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এই ফলাফল প্রকাশ করেন।

জানা যায়, এবার কলা অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ৩৩ হাজার ৮৯৭ জন। এদের মধ্যে পাস নম্বর পেয়েছে চার হাজার ৭৪৭ জন। অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৭৮ জন। তবে যারা পাস করেছে তাদের মধ্যে অর্ধেক কেবল ভর্তির সুযোগ পাবে। কারণ ‘খ’ ইউনিটের অধীনে আসন রয়েছে দুই হাজার ৩৭৮টি।

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd এ জানা যাবে। এছাড়া DU KHA লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে সেন্ড করলে ফিরতি এসএমএসে ভর্তিচ্ছুরা তাদের ফলাফল জানতে পারবেন।

পাসকৃত শিক্ষার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর হতে ১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন।

Bootstrap Image Preview