Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেরপুরে জেলা পুলিশের মাসব্যাপী ভাবনা বিনিময় সমাবেশ অনুষ্ঠিত

ইমরান হাসান রাব্বী, শেরপুর প্রতিনিধি 
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৪ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৪ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, ডিজিটাল বাংলাদেশ, নিরাপদ সড়ক ও জরুরী সেবা ৯৯৯সহ সরকারের গৃহিত ১১টি বিষয়ে স্কুল শিক্ষার্থীদের সাথে শেরপুর জেলা পুলিশের মাসব্যাপী ভাবনা বিনিময় সমাবেশ শুরু হয়েছে।

আজ দুপুরে শেরপুর জেলা পুলিশের আয়োজনে শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমীতে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সমাবেশে শিক্ষার্থীদের সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে শপথ পাঠ করনো হয়। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার নাসরিন আক্তার, শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Bootstrap Image Preview