Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতিয়ায় 'মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ যুব সমাজ চাই' শীর্ষক সেমিনার

তাজুল ইসলাম তসলিম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৯ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৯ AM

bdmorning Image Preview


হাতিয়ায় বাংলাদেশ যুব কাউন্সিল এর উদ্যোগে 'মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ যুব সমাজ চাই' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।   

গতকালসোমবার বিকাল ৪টার দিকে উপজেলার নাঈম প্লাজায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির বিভাগীয় কো-অর্ডিনেটর মাছউদুর রহমান বাবর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।   

হাতিয়া উপজেলা আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য কবি আমিনুল এহছান মিলাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আহ্বায়ক রেজাউল করিম মাছুম। সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী জেলা যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ কেফায়েতুল্লাহ। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য একেএম আমজাদ উদ্দিন সাফদার, মোঃ আবদুল কাইউম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাতিয়া ডিগ্রী কলেজের প্রভাষক এমাল উদ্দিন, সাংবাদিক তাজুল ইসলাম তছলিম, যুব নেতা নুর আহাম্মদ,  ফেরদৌস হোসেন আরাম, হাফেজ কাউছারুল ইসলাম, মোঃ নিজাম উদ্দিন বিপুল, জাকের হোসেন প্রমুখ।

সেমিনারে বক্তাগণ মাদকের বিরুদ্ধে যুব সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও কার্যকরি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশ, জাতি ও সমাজকে রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সেমিনারের শেষে হাতিয়া উপজেলায় যুব কাউন্সিলের কমিটি ঘোষণা করেন জেলা আহ্বায়ক রেজাউল করিম মাছুম। নবগঠিত কমিটির সদস্যরা হলেন সভাপতি মোঃ আবদুল কাইউম, সহ সভাপতি ফেরদৌস হোসেন আরাম, নুর আহাম্মদ, হাফেজ কাউছারুল ইসলাম, জাহেদ উদ্দিন কবির, সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জাকের হোসেন। কমিটির বাকী সদস্যদের নাম পরে জানিয়ে দেয়া হবে বলে সেমিনার এর সমাপনী ঘোষণা করা হয়।

Bootstrap Image Preview