Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জ জমি নিয়ে বিরোধের জের শিশু খুন, আসামিরা ১৭ মাসেও অধরা

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৫ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৫ AM

bdmorning Image Preview


হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ৭ বছরের শিশু আকাশকে অপহরণের পর গলা কেটে হত্যাকাণ্ডের ১৭ মাস পেরিয়ে গেলেও এখনও অধরা রয়ে গেছে আসামিরা। 

চর্জশীট না হওয়ায় বিচার কার্যক্রমও ব্যহৃত হচ্ছে। নিহত শিশু আকাশ শহরতলীর ছোট বহুলা গ্রামের খুর্শেদ আলীর পুত্র। 

প্রসঙ্গত, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ইসমাইল মিয়া আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ১৭ সালের মে মাসের ৬ তারিখ ভোরে গ্রামের পার্শ্ববর্তী জমির পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটির গলিত লাশ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। 

আটক হওয়ার পর হত্যাকাণ্ডে ইসমাইল নিজে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়। এ ঘটনায় শিশুর পিতা খুর্শেদ আলী বাদী হয়ে আল আমিনের পুত্র ইসমাইল মিয়া, মৃত কালাই মিয়ার পুত্র আলামিন, রওশন আলীর পুত্র সোহাগ মিয়া ও সক্কত আলীর পুত্র নুরুল হককে আসামী করে ০৭/০৫/১৭ তারিখে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এর পর থেকে প্রায় ১৭ মাস পেরিয়ে গেলেও আসামিরা রয়ে গেছে ধরা ছোওয়ার বাহিরে। 

বাদী জানান, তদন্তকারী কর্মকর্তা রহস্যজনক কারণে আসামিদেরকে গ্রেফতার করছেন না এবং তার সাথে বিভিন্ন ভাবে টালবাহানা শুরু করেছে।

Bootstrap Image Preview