Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফ্রিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন শেহজাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৭ AM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৭ AM

bdmorning Image Preview


দক্ষিণ এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় আসর এশিয়া কাপের ১৪তম আসর চলতে দুবাইতে। এই আসরে এর মধ্যেই সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে বাদ পড়েছে আফগানিস্তান। যার জন্য অাফগান শিবিরে চলছে শোকের আবহ। এর মধ্যেই বিষ্মকর তথ্য দিলেন আফগান উইকেট কিপার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। এশিয়া কাপ চলাকালীন সময়েই তাকে আফগানিস্তান প্রিমিয়ার লিগে ফ্রিক্সিংয়ের প্রস্তাব দিয়েছে জুয়ারিরা।

ফ্রিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর পরই তিনি বিষয়টি আফগান টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন। পরে আফগান ম্যানেজমেন্ট আইসিসিরি দূর্নীতি দমক ইউনিট আকসুর নিকট জানিয়েছে। আফগান প্রিমিয়ার লিগে শেহজাদ খেলবেন পাকতিয়া ফ্র্যাঞ্চাইজির হয়ে।তিনি ছাড়াও ব্রেন্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদি, আন্দ্রে রাসেল, ক্রিস গেইলের মতো বিশ্বের বড় বড় তারকারাও খেলবেন এই টুর্নামেন্টে। আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম আর তামিম ইকবাল।

এ ব্যাপারে আইসিসির এক কর্মকর্তা বলেন, এশিয়া কাপ চলাকালে প্রস্তাব পাওয়া গেলেও তা করা হয়েছে (আফগানিস্তানের) নিজস্ব টি-টোয়েন্টি লিগের জন্য। শনিবার যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করা হয়েছে। দুর্নীতি দমন ইউনিট সেটা খতিয়ে দেখছে।

মার্শাল এবং রিচার্ডসন জানাচ্ছেন, গত এক বছরে আইসিসি ৩২টা ঘটনার তদন্ত করে দেখেছে। দেখা গিয়েছে, আটটি ঘটনায় ক্রিকেটারদের নাম উঠে এসেছে। তিনটি ক্ষেত্রে শাস্তি পেয়েছেন ক্রিকেটাররা। আইসিসি কোনও নাম জানায়নি। কিন্তু এই প্রসঙ্গে একটা ছোট্ট তথ্য দেওয়াই যায়। গত বছরই পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়ে সব ধরনের ক্রিকেট থেকে দশ বছরের জন্য নির্বাসিত হয়েছেন সে দেশের প্রাক্তন ওপেনার নাসির জামশেদ।

আইসিসি কর্তারা আরও জানাচ্ছেন, যখনই কোনও ম্যাচে এক তরফা খেলা হয়, বিশেষ করে রবিবারের ভারত-পাকিস্তানের মতো ম্যাচ হলে, তখনই গড়াপেটার অভিযোগ জানিয়ে ফোন আসতে শুরু করে। রিচার্ডসন বলছেন, ‘‘উপযুক্ত তথ্য প্রমাণ হাতে না পেলে অবশ্যই আমরা কিছু করি না।’’

তবে অভিযোগকারীদের নিরুৎসাহও করতে চায় না আইসিসি। যে কারণে নতুন একটি ‘মোবাইল অ্যাপ’ তারা আনছে, যেখানে ক্রিকেট নিয়ে কোনও সন্দেহজনক ঘটনা দেখলে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন। অভিযোগকারীদের নাম অবশ্যই গোপন রাখা হবে।

Bootstrap Image Preview