Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেট বিভাগের নিবন্ধন অধিদপ্তরের ৩০জন সাব রেজিস্ট্রারের বদলি

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫২ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫২ AM

bdmorning Image Preview


 সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার কয়েকজন সাব রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নিবন্ধন অধিদপ্তরের মোট ৩০ জন সাব রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে।
 
রবিবার (২৩ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে আগামী ১ অক্টোবরের মধ্যে এই সাব-রেজিস্ট্রারদের বদলি করে আদেশ জারি করতে বলা হয়েছে। বদলি করার কারণ হিসেবে বিভিন্ন জালিয়াতির অভিযোগ উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

 

মহা পরিদর্শকের কাছে পাঠানো আইন ও বিচার বিভাগের অফিস আদেশ অনুযায়ী সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার মধ্যে সিলেটের বিশ্বনাথের খালেদ মো. বিন আসাদকে ঢাকার শ্যামপুরে, জৈন্তাপুরের মো. আবুল কাসেমকে জামালপুরের মাদারগঞ্জ, মৌলভীবাজারের কুলাউড়ার মো. বেলাল উদ্দিন আকন্দকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, হবিগঞ্জের বাহুবলের মো. মনজুরুল আলমকে জামালপুরের মেলান্দহ, হবিগঞ্জ লাখাইয়ের মো. হাফিজুর রহমানকে সিলেটের জৈন্তাপুর বদলি করা হয়েছে।

এছাড়াও ঢাকার মিরপুরের মো. সেলিম হাওলাদারকে সিলেট সদর উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পথিক কুমার সাহাকে সুনামগঞ্জ সদর ও কুমিল্লার বরুড়ার নিরোদ বর্মণ বিশ্বাসকে হবিগঞ্জের নবীগঞ্জ, চুয়াডাঙ্গার জীবননগরের নিতেন্দ্র লাল দাসকে হবিগঞ্জের লাখাই বদলি হয়েছেন। 

Bootstrap Image Preview