Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিমানবন্দরে বিমান দুর্ঘটনা পরবর্তী কার্যক্রমের উপর কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:১০ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:১০ AM

bdmorning Image Preview
প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিচ্ছেন বিমানবাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী


বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বিমানবন্দরে বিমান দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবেলার উপর দিনব্যাপী কর্মশালা বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিমানবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ সাঈদ হোসেন, বিএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি এ কর্মশালার উদ্বোধন করেন।

এ কর্মশালার লক্ষ্য হচ্ছে সম্মিলিতভাবে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে বিমান বন্দরে বড় ধরনের বিমান দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম ব্যবস্থাপনা করা এবং বাধা সমূহের যৌথভাবে সমাধান করা।

উক্ত অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথির ভাষণে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, ওএসপি, জিইউপি, এনডিইউ, পিএসসি বিমান বন্দরে বিমান দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার বিষয়ে পেশাগত মান উন্নয়নের উদ্দেশ্যে আয়োজিত এই কর্মশালার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এই কর্মশালার মহৎ উদ্দেশ্যকে প্রশংসা জানিয়ে সবাইকে একসাথে কাজ করার জন্য বলেন।

তিনি আরও বলেন যে, এই কর্মশালায়  অংশগ্রহণকারী সদস্যদের পারস্পারিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করে প্রাপ্ত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বিমান দুর্ঘটনা পরবর্তী কার্যক্রমের মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এবং এই কর্মশালার ফলাফল যদি অনুসরণ করা হয় তাহলে ভবিষ্যতে বিমান দুর্ঘটনা আরো দক্ষভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এখানে উল্লেখ্য যে, এ কর্মশালায় বাংলাদেশ বিমানবাহিনী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদস্যগণ অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview