Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে চ্যারিটি বইমেলা শুরু মঙ্গলবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৫ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৫ AM

bdmorning Image Preview


শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান'র আয়োজনে আগামীকাল মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) থেকে ১২ দিনব্যাপী ‘স্বপ্নোত্থান বইমেলা-২০১৮’ শুরু হবে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সংগঠনের সাধারণ সম্পাদক রিজওয়ান পলাশ এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। বইমেলা ৬ অক্টোবর শেষ হবে। বইমেলা থেকে উপার্জিত অর্থের পুরোটাই খরচ করা হবে চ্যারিটির জন্য বলে জানান রিজওয়ান পলাশ।

বইমেলাতে রোদেলা, সময় প্রকাশন, তাম্রলিপি, অনন্যা, আগামী প্রকাশনী, জয়তি, ঐতিহ্য, সন্দেশ, অন্বেষা, বিদ্যাপ্রকাশ, ইত্যাদি গ্রন্থপ্রকাশ, পার্ল পাবলিকেশন, পাললিক সৌরভ, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এবং শিখা প্রকাশনীর বই থাকবে। এ ছাড়া একুশে বইমেলাতে প্রকাশিত নতুন সব বইসহ উল্লেখযোগ্য বইগুলো পাওয়া যাবে। সব বইয়ের উপর সর্বোচ্চ ২৫% পর্যন্ত মূল্য ছাড় থাকবে।

রিজওয়ান পলাশ জানান, নানা ধরনের স্বেচ্ছাসেবী কাজের মধ্যদিয়ে অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ২০০৭ সাল থেকে কাজ করে যাচ্ছে স্বপ্নোত্থান। এরই ধারাবাহিকতায় 'স্বপ্নোত্থান'-এর এটি এককভাবে প্রথম বইমেলা এবং যৌথভাবে ৩য় বইমেলা।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সাবেক সভাপতি মাইনুল রায়হান, আল ফয়সল অনিক, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী কবীর, সাংগঠনিক সম্পাদক এস এম নাঈমুল হাসান, ছোটমনি নিবাসের সমন্বয়ক সুমাইয়া আলম চৌধুরী, কোষাধ্যক্ষ দীপা চক্রবর্তী প্রমুখ।

Bootstrap Image Preview