Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিরুনি খুঁজতে গিয়ে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৫ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৫ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় বিষধর সাপের কামড়ে একাদশ শ্রেণিতে পড়ুয়া জাহিদুল ইসলাম (১৬) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহারা খালপাড় গ্রামে ঘটনাটি ঘটে। জাহিদুল ওই গ্রামের মফিজলের পুত্র এবং ডিমলা বিএমআই কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নিহতের পরিবারের লোকজন জানায়, জাহিদুল ইসলাম সন্ধ্যায় শোয়ার ঘরে মাথার চুল চিরনি দিয়ে আছড়ানো চেষ্টা কালে তার হাত থেকে চিরনি ড্রেসিং এর ফাঁকে পড়ে যায়। পড়ে যাওয়া চিরনিটি খুজঁতে গেলে বিষধর সাপ কামড় দেয় তাকে। সে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১০টায় তার মৃত্যু হয়।

বালাপাড়া ইউনিয়নিয় পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়া বিষধর সাপের কামড়ে জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Bootstrap Image Preview