Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে নির্মানাধীন স্বাস্থ্য কমপ্লেক্সে চাঁদাবাজির অভিযোগে আটক ২

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৫ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৫ AM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবিতে নির্মানাধীন স্বাস্থ্য কমপ্লেক্সে চাঁদাবাজির অভিযোগে দুই জন চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগজানা এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন, বাগজানা গ্রামের আসমান হোসেনের ছেলে রাজিব হোসেন (৩২) ও একই এলাকার সাহাবুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (১৮)।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, বাগজানা ইউনিয়নে নির্মানাধীন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ কাজ বন্ধ করে দিয়ে ১লাখ টাকা চাঁদার দাবি করে।

এঘটনায় হেড মিস্ত্রী বাবু হোসেন বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে থানায় মামলা করে। যার মামলা নং ৫৪/২৩-০৯-১৮ইং । পরে পুলিশ দুই জনকে গ্রেফতার করে সোমবার দুপুরে জয়পুরহাট জেলা আদালতে সোপর্দ করেন।    

 

Bootstrap Image Preview