Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষায় অর্থ আদায় বন্ধে ৫ জেলায় দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫০ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩১ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার সময় বেআইনিভাবে অর্থ আদায় বন্ধে ৫ জেলায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

দুদকের হটলাইন ১০৬ নম্বরে এ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। নোয়াখালী, কুমিল্লা, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় একযোগে এ অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম।

দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী পাঁচটি টিম গঠন করে তাৎক্ষণিকভাবে এ অভিযান পরিচালনার নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের(দুদক) জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এসব অফিসে উপস্থিত বিদেশগামী ব্যক্তিদের সাথে কথা বলেন এবং অনৈতিকভাবে অর্থ না দেয়ার নির্দেশ প্রদান করেন। এসব অফিসে কর্মরত সিভিল সার্জনরা দুদক টিমকে আশ্বাস প্রদান করেন, অনৈতিক অর্থ আদায় তৎপরতা বন্ধ করা হবে এবং শ্রমিকদের বিনা হয়রানিতে স্বাস্থ্যগত ছাড়পত্র দেয়া হবে।

স্থানীয় জনসাধারণ দুদকের এ উপস্থিতি ও অভিযানকে স্বাগত জানান। একই সাথে স্থানীয়দের দাবি এভাবে দুদক যেন নিয়মিত পর্যবেক্ষণে আসে। তাহলে সকল ক্ষেত্রে দুর্নীতি দুর হবে।

স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, দুদকের এই অভিযানে জেলার সিভিল সার্জনের সব কটি অফিস থেকে ১শ;র বেশি বিদেশগামী ব্যক্তি দুর্নীতিমুক্তভাবে ছাড়পত্র গ্রহণ করে।

অভিযান পরিচালনার বিষয়ে দুদকের এনফোর্সমেন্ট টিমের সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সিভিল সার্জন অফিসকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। অনৈতিক অর্থ প্রদান বন্ধে প্রয়োজনে দুদক ট্র্র্যাপ(ফাঁদ) অভিযান চালাবে।’

Bootstrap Image Preview