Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জাতীয় ঐক্যের নামে জগাখিচুড়ি সৃষ্টি হয়েছেঃ কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৯ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩২ AM

bdmorning Image Preview


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যের নামে একটি জগাখিচুড়ি সৃষ্টি হয়েছে। এই ঐক্য শেষ পর্যন্ত টিকবে কিনা সন্দেহ আছে।

সোমবার সকালে কক্সবাজারের একটি নতুন হোটেল পরিদর্শনে গেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন ও সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে কতটা জনপ্রিয় তা এরিমধ্যে প্রমাণ হয়ে গেছে।

তিনি আরো বলেন, নির্বাচন ঘিরে ক্ষমতাসীন দলের সড়কযাত্রার বিষয়ে বিএনপির নেতারা সম্প্রতি বলেছেন, ট্রেনযাত্রায় ব্যর্থ হয়ে এখন রোর্ডমার্চ করছে আওয়ামী লীগ।

এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পক্ষে ট্রেন যাত্রা, সড়ক যাত্রায় অচিন্তনীয় জনস্রোত দেখে বিএনপি হতাশ। তাই তারা আবোল তাবোল বকছে।

তিনি আরও বলেন, এই নির্বাচনী সফরের একটা সমাবেশের সমপরিমান লোক বিএনপি ঢাকায় জমায়েত করতে পারে নাই, তাই তাদের এতো হতাশা ও অন্তর্জ্বালা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অর্জনে জনগণ খুশি হয়েছে বলেই ট্রেন ও সড়ক যাত্রায় আওয়ামী লীগ সফল বলে বক্তব্য দেন সেতুমন্ত্রী।

এর আগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত শনিবার সকালে ঢাকা থেকে রওয়ানা হওয়ার পর ফেনী হয়ে চট্টগ্রামে এসে প্রথম দিনের সড়কযাত্রা শেষ হয়। সেখানে রাত্রিযাপন শেষে পরদিন সকালে শাহ আমানত (র.) এর মাজার জিয়ারত করে দ্বিতীয় দিনের সড়কযাত্রা শুরু করেন আওয়ামী লীগের নেতারা।

চট্টগ্রাম হয়ে তারা কক্সবাজারে গিয়ে সড়কযাত্রা শেষ করেন। সেখানে রাত্রিযাপনের পর আজ সোমবার সকালে কলাতলী সৈকতের পাশে পুষ্পদম রেস্টুরেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

Bootstrap Image Preview