Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অধিনায়কত্ব হারালেন ম্যাথুস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৫ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৫ AM

bdmorning Image Preview


এশিয়া কাপের গ্রুপ পর্বে থেকে বিদায় নিয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এজন্য কোপ পড়ল অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুজ। বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে শোচনীয় ভাবে হারের জন্য অধিনায়কত্বের দায়িত্ব হারালেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার পরিবর্তে এবার লঙ্কানদের ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমালকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কান ক্রিকেট বোর্ড বলেছে, ‘রোববার জাতীয় নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছেন যে, আসন্ন ইংল্যান্ড সিরিজে শ্রীলঙ্কার ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমাল। একই সাথে তারা অ্যাঞ্জেলা ম্যাথুজকে অনতি বিলম্বে ওয়ানডে ও টি-টুয়েন্টির অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার অনুরোধ করেছে।’

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছিলেন চান্দিমাল। সুস্থ হয়ে ফিরেই লঙ্কান শিবিরের নেতা নির্বাচিত হলেন ২৮ বছর বয়সী এই তারকা। 

কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের অবসরের পর থেকেই বেশ টানাপোড়নের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। গেল দেড় বছরে ওয়ানডে ৪০ ম্যাচের ৩০টি তেই হেরেছে তারা। এ সময় দলের মধ্যে অধিনায়ক হিসেবে উপুল থারাঙ্গা, লাসিথ মালিঙ্গা, চামারা কাপুগেদারা ও থিসারা পেরেরাকে দায়িত্বে দেখা গেছে। কিন্তু কেউই স্থায়ী হতে পারছেন না। এবার সেই ধারাবাহিকতায় ম্যাথিউসকে সরে যেতে হচ্ছে। 

 

আগামী অক্টোবরের ১০ তারিখ থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সফরে একটি টি-টোয়েন্টি ও দুটি টেস্টও খেলবে ইংলিশরা।

Bootstrap Image Preview