Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে প্রবাসী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, ৩৫ জনের বেকসুর খালাস

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি  
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৩ AM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৩ AM

bdmorning Image Preview


হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় প্রবাসী হত্যা মামলার মূল আসামি মর্তুজ আলীকে যাবজ্জীবন প্রদান করেছেন আদালত। একইসাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া এ  মামলার আরও ৩৫ জন আসামিকে খালাস প্রদান করেন বিজ্ঞ আদালত।  

গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাসিম রেজা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মর্তুজ আলী বাহুবল উপজেলার রসুলপুর গ্রামের মৃত আব্দুল গনির পুত্র।

রাষ্ট্রপক্ষের আইনজীবি জেলা অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সুবির রায় জানান, ২০১২ সালে ৯ জানুয়ারি বিকাল ৪টার সময় বাহুবল উপজেলার রসলপুর গ্রামের সৌদিপ্রবাসী নুরুল ইসলামকে পূর্ব বিরোধের জের ধরে আসামি মর্তুজ আলীসহ ১০/১৫ লোক সিএনজিতে তুলে নিয়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় ওই দিন রাতেই নুরুল ইসলামের বড় ভাই তাজুল ইসলাম বাদী হয়ে মর্তুজ আলীসহ ৩৬ জনকে আসামি করে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকালরী কর্মকর্তা স্বাক্ষী প্রমাণ শেষে ২০১২ সালে ১০ ডিসেম্বর আদালতে প্রতিবেদন (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে রবিবার বিকালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ দণ্ডাদেশ দেন।

রায়ের সময় সাজাপ্রাপ্ত আসামি মর্তুজ আলী আদালতে উপস্থিত ছিলেন।   

Bootstrap Image Preview