Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুর-৬ আসনে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন সাবেক এমপি কাজী জাফর

সৈয়দ হারুনুর রশীদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৮ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৮ PM

bdmorning Image Preview


দিনাজপুর-৬ আসনের (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট, হাকিমপুর) সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট কাজী আবু জাফর মুহাম্মদ লুৎফর রহমান চৌধুরী আসন্ন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যাপ মনোনীত এবং ১৪ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যাপক গণসংযোগ করে চলেছেন।

ন্যাপের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও দিনাজপুর জেলা ন্যাপের সভাপতি কাজী লুৎফর রহমান চৌধুরী ১৯৮৬ সালের নির্বাচনে ন্যাপ মনোনীতপ্রার্থী
হিসেবে কুড়েঘর প্রতীকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন।

গতকাল শনিবার সকাল ১০ টা হতে রাত ৮টা পর্যন্ত তিনি দলীয় নেতা-কর্মীসহ
সর্বস্তরের ভোটারদের সঙ্গে এ গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ করে সফলতার জন্য সকলের দোওয়া এবং সহযোগিতা কামনা করেন।

নিজ উপজেলা ঘোড়াঘাটের ডুগডুগীহাট, বলাহার, ওসমানপুর, সুজামসজিদ, হাটপাড়া, ভর্নাপাড়া, চাঁদপাড়াহাট, হরিপাড়াহাট, বলগাড়ীহাট, রানীগঞ্জ
ও উচিৎপুর চৌরাস্তা মোড়ে গণসংযোগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

আজ রবিবার সকাল ১০টা হতে হাকিমপুর উপজেলার হাট-বাজার ও জনবহুল স্থানে গণসংযোগ করেন।

গণসংযোগে সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাড. কাজী লুৎফর রহমান চৌধুরী বলেন, আসন্ন একাদ্বশ নির্বাচনে আমার দল ন্যাপের পক্ষ হতে মনোনীতপ্রার্থী হিসেবে নির্দেশপ্রাপ্ত হয়ে ও ১৪ দলীয় জোটের মনোনয়ন লাভের জোর প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, ১৯৮৬ সালের নির্বাচনে আমি ন্যাপের মনোনীত কুড়েঘর
প্রতিকে বিপুল ভোটে এমপি হয়ে এলাকার উন্নয়নসহ নি:স্বার্থভাবে সেবা দিয়ে আসছি। সে সময়ে যদি আমি যে কোন কাজে দুর্নীতি করে থাকি তা আমাকে বলুন? আমি
সুধরিয়ে নিব। আসন্ন একাদ্বশ নির্বাচনে ১৪ দলীয় জোটের পক্ষ হতে মনোনয়ন দিলে নৌকা প্রতীকেই নির্বাচন করতে হবে।

উপস্থিত জনতা সমস্বরে বলে উঠেন "এলাকার উন্নয়নসহ গণমানুষের উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে আপনার মত নিঃস্বার্থ সেবককেই এবারে আমরা ভোট দান করে এমপি নির্বাচিত করবো"। এ্যাড. কাজী লুৎফর রহমান চৌধুরীকে দিনাজপুর-৬ আসনে
১৪ দলীয় জোটের মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয় ছিনিয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

২৩টি ইউনিয়নও ৩টি পৌরসভা নিয়ে দিনাজপুর-৬ আসনটি গঠিত। এ আসনে এবারে প্রায় পৌনে চার লক্ষ ভোটার সংখ্যা।

Bootstrap Image Preview