Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ের শ্রেষ্ঠ চেয়ারম্যান সফিকুল ইসলাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৬ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৬ AM

bdmorning Image Preview


বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম।

রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তার স্বাক্ষরিত শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীর তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

উপজেলা শিক্ষা অফিস থেকে জানা গেছে, চেয়ারম্যান সফিকুল ইসলাম উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যে বই বিতরণ, অভিভাবক সমাবেশ, টিফিন বক্স বিতরণ, মিডডে মিল চালু অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যদিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণকে দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন। এ ছাড়াও বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা সমাধানে নিরলস পরিশ্রম করেছেন।

বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিসার সামশুল হক বলেন, উপজেলা চেয়ারম্যান হিসেবে সফিকুল ইসলামের তুলনা হয় না। আমরা যে কোন সময় উনাকে ডাকলেই কাছে পাই। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে জেলায় উপজেলা চেয়ারম্যানকে পদক দেওয়া হবে জানান তিনি।

জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম বলেন, এলাকার মানুষের জন্য কাজ করার জন্য মানুষ আমাকে ভালবেসে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। ভবিষ্যতে এলাকার শিক্ষার মান উন্নয়নে আরও কাজ করবেন বলে জানান তিনি।

Bootstrap Image Preview