Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'পাহাড়ে উন্নয়নের বাস্তবভিত্তিক সংবাদ তুলে ধরতে হবে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৩ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৩ AM

bdmorning Image Preview


মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনা জোনে উপজেলার সকল সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো: রাইসুল ইসলাম পিএসসি

তিনি বলেন, পাহাড়ে সম্প্রীতি বিনষ্ট হতে পারে এমন সংবাদ প্রদানে নিজেদেরকে সজাগ থাকতে হবে সাংবাদিকদের লেখনির মাধ্যমে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে উন্নয়ন কাজে ব্যাহত এবং শান্তি বিনষ্টকারীদের সেনাবাহিনী কোনমতে সমর্থন করে না

রাইসুল ইসলাম আরও বলেন, অপারেশন উত্তরণের আওতায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশিশান্তি সম্প্রীতি উন্নয়ন মূলমন্ত্রে দীক্ষিত হয়ে পার্বত্য অঞ্চলের আপামর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোন সংবাদ পরিবেশন না করে এলাকার উন্নয়নে বাস্তবভিত্তিক সংবাদ তুলে ধরতে হবে

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মাজহারুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি মো: জসিম উদ্দিন জয়নাল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর চক্রবতী কমলঅন্তর মাহমুদ, আবুল হাসেম প্রমুখ

Bootstrap Image Preview