Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০০ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০২ AM

bdmorning Image Preview


রোববার সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরেই টাইগারদের এশিয়া কাপের ভবিৎত নির্ভর করছে। তাই আজকের ম্যাচের  একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে।

প্রথমেই আসা যাক ওপেনিংয়ে প্রসঙ্গে। তামিমের অনুপস্থিতি ও শান্ত-লিটনের নিয়মিত ব্যর্থতায় দেশ থেকে উড়িয়ে নেওয়া হয়েছে ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে। তবে ওপেনিংয়ে কায়েস ও সৌম্যর মধ্যে কায়েক কিছুটা এগিয়ে থাকবেন। শান্তর জায়গায় আজ তার দলে আসার সম্ভাবনা বেশি। আর লিটনকে আর শেষ সুযোগ হিসেবে খেলানো হতে পারে।

এরপর যথাক্রমে অটো চয়েজ হিসেবে তিনে সাকিব, চারে মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে চাপের সময় ভালো ব্যাটিং করায় আজও একাদশে জায়গা পাবেন মিথুন। এরপর ষষ্ঠ স্থানে অটো চয়েজ হিসেবে থাকবেন মাহমুদুল্লাহ। সপ্তম স্খানে মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় ওয়ানডে অভিষেক হতে পারে আরিফুল হকের। শেষ তিন ম্যাচে মাত্র ৩৯ রান (১, ২৬, ১২) করেছেন সৈকত।

অষ্টম স্খানে যথারীতি মেহেদি হাসান মিরাজ। এরপরেই তিন পেসার যথাক্রমে মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। তবে আজ রুবেল হোসেনের বদলে স্কোয়াডে আবু হায়দার রনিকে দেখা যেতে পারে। গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন এই টাইগার পেসার।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, লিটন দাস/সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন/আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি/ রুবেল হোসেন।

Bootstrap Image Preview