Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রেল ব্রীজের পিলার দেবে যাওয়ায় উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৯ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৭ AM

bdmorning Image Preview


উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল ব্রীজের পিলার দেবে যাওয়ায় সান্তাহার-বোনারপাড়া রেলপথে ১৬টি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ফলে উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকায় যাতায়াতকারী হাজার হাজার ট্রেন যাত্রী সীমাহীন দূর্ভোগে পড়েছে। ব্রীজটি সংস্কার করতে রেল কর্তৃপক্ষ কাজ শুরু করে দিয়েছে।

বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজ রেলস্টেশনে ও ভেলুরপাড়ার মধ্যবর্তী চকচকিয়া রেল ব্রীজটি ১২০ফিট। ব্রীজের ৪টি পিলার ও ৫টি স্প্যান রয়েছে। বাঙালি ও সুখদহ নদীর শাখা নদীর প্রবাহিত হয়েছে ওই ব্রীজের নিচ দিয়ে।

বর্ষা মৌসুমে প্রচন্ড স্রোতের তোরে ওই রেল ব্রীজের একটি পিলারের নিচে মাটি ধ্বসে গিয়ে প্রায় ১০ফিট গভীর হয়েছে। এতে করে ব্রীজের উপরে রেললাইনের সিস্নপার সামান্য বেঁকে গেছে। এতে করে ওই ব্রীজের উপর দিয়ে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ফলে শনিবার সকাল ১১টা থেকে লালমনিরহাট থেকে ঢাকাগামী ১১টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে গোটা উত্তরাঞ্চলের সাথে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।। আর এতে করে হাজার হাজার রেল যাত্রী দূর্ভোগে পড়েছে।

স্থানীয় লোকজন জানান, শনিবার আনুমানিক বেলা ১১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি হাজার হাজার যাত্রী নিয়ে ভেলুরপাড়া রেলস্টেশন থেকে ছেড়ে বগুড়ার দিকে যাত্রা শুরু করে। এসময় ওই ব্রীজের উত্তর পার্শ্বে ট্রেনটি পৌঁছালে স্থানীয় লোকজন একটি লাল রঙের কাপড় উচিয়ে ট্রেন থামাতে ড্রাইভারকে সংকেত দেন। এ সময় ট্রেন ড্রাইভারের দৃষ্টিতে এলে ট্রেনটি থামিয়ে দেন এবং দূর্ঘটনা এড়াতে ট্রেনটি পুনরায় ভেলুরপাড়া রেলস্টেশনে ফেরত নিয়ে যাওয়া হয়।

এছাড়াও লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটিও বগুড়ার সোনাতলা স্টেশনে দুপুর ১টা থেকে থেমে রাখা হয়েছে। ঘটনার পর থেকে রেল বিভাগের লোকজন নড়েচড়ে বসেছে।

শনিবার বিকাল ৫টায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রেল বিভাগের লোকজনের পাশাপাশি সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম, স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রোস্তম আলী মন্ডলসহ শতশত উৎসুক জনতার ভীড়। 

এব্যাপারে রেল বিভাগের উর্ধ্বতন উপ সহকারী (ব্রীজ) মোঃ নজরুল ইসলাম এবং সহকারী উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী মোঃ আফজাল হোসেন জানান, ব্রীজের একটি পিলারের নিচের মাটি পানির তোড়ে সরে যাওয়ায় রেল লাইনের সিস্নপার সামান্য বেঁকে গেছে।

বগুড়ার স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম জানান, শনিবার সকাল ১১টা থেকে উত্তর বঙ্গের সাথে রাজধানী ঢাকার ১৬টি ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। 

Bootstrap Image Preview