Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নান্নুর বাসায় দুধর্ষ চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪১ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪১ AM

bdmorning Image Preview


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর বাসায় চুরি হয়েছে। তবে কখন এ চুরির ঘটনা ঘটেছে এ বিষয়ে কেউই সঠিক তথ্য দিতে পারেননি।

মিনহাজুল আবেদীন নান্নু মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ের বি ব্লক এলাকায় থাকেন।এশিয়া কাপের দলের সঙ্গে তিনি সপরিবারে সংযুক্ত আরব আমিরাতে যান। তাই বাসায় কেউই ছিল না। কিন্তু গত শনিবার রাত ৯টার দিকে নান্নুর বাসায় তার এক স্বজন বাড়ি দেখভাল করতে যান। এ সময় বাসার চুরির বিষয়টি টের পাওয়া যায়। এরপর তিনি আদাবর থানায় গিয়ে মামলা করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে চুরির খরব শুনে রবিবার দেশে ফিরেছেন নান্নু। তার দাবি অনুযায়ি ২০ থেকে ৩০ ভরি স্বর্ণালঙ্কার. নগদ টাকাসহ ঘরের অনেক আসবাবপত্র চুরি গেছে। স্বজনদের ধারণা বাসা ফাঁকা পাওয়ার সুযোগ নিয়ে ড্রয়িং রুমের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা।

এদিকে চুরির ঘটনায় নান্নু বলেছেন, ঘরে কোনও জিনিস রাখা নাই। টাকা-পয়সা, অলংকার যা ছিল সব নিয়ে গেছে। কিছুই নেই ঘরে। এখনো সবকিছু জানিও না। হিসাব করে দেখতে হবে।

Bootstrap Image Preview