Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শহিদুল আলমের মুক্তি দাবিতে লণ্ডনে বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৮ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৮ AM

bdmorning Image Preview


লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কারাবন্দী ওই আলোকচিত্রীর স্বজনেরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে লন্ডনে দুদিনের যাত্রাবিরতি করছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি লন্ডনে পৌঁছান। রোববার সকালে তাঁর যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করার কথা।

শহিদুল আলমের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে শুক্রবার লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শহিদুল আলমের বড় বোন কাজী নাজমা করিম, ভাগনি সোফিয়া করিমসহ তাঁর বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। তাঁরা শহিদুল আলমের মুখোশ ও তাঁর মুক্তির দাবি সংবলিত টি-শার্ট পরেন। তাঁর মুক্তির দাবিতে লেখা ব্যানার-পোস্টার হাতে বাংলাদেশ হাইকমিশনের আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে বাংলাদেশ হাইকমিশনের সামনে অবস্থান নেয়। শহিদুল আলমের মুক্তির পাশাপাশি আটক সব বন্দীর মুক্তি দাবি করেন তাঁরা।

শহিদুল আলমের বড় বোন কাজী নাজমা করিম গণমাধ্যমকে বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে শহিদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ৪০ দিন অতিবাহিত হলেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। জামিন না দিয়ে তাঁকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে। শহিদুল আলমের প্রতি রাষ্ট্র কর্তৃক এমন অন্যায়ের দ্রুত অবসান চান তিনি।

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত তিন এমপি—রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ সিদ্দিক শহিদুল আলমের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দেন।

Bootstrap Image Preview