Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশী অনুপ্রবেশকারীদের এবার ‘উইপোকা’ বললেন অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৭ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতে বসবাসকারী বাংলাদেশীদের সরাসরি ‘উইপোকা’ বলে কটাক্ষ করেছেন ভারতের বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, খুব তাড়াতাড়ি এদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে।

ডিসেম্বরে রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার সেরাজ্যের সওয়াই মাধোপুর জেলার গঙ্গাপুরে এক জনসভায় বক্তব্য রাখছিলেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, ‘এনআরসি প্রকাশিত হলেই প্রতিটি অনুপ্রবেশকারী চিহ্নিত হয়ে যাবে।’ একই সঙ্গে শাহ বলেন, ‘খুব তাড়াতাড়ি এই উইপোকাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে।’

সম্প্রতি ভারতে জাতীয় নাগরিকপঞ্জীর দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়েছে। তাতে বাদ পড়েছে প্রায় ৪০ লক্ষ নাম। বিজেপি সরকারের এই পদক্ষেপের চরম বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। তাদের দাবি, এভাবে মুসলিমদের এদেশে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি।

এদিন কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, 'কংগ্রেসের না নেতা আছে না নীতি আছে। বিজেপি কী করেছে তার কৈফিয়ত চাওয়ার আগে রাহুল গান্ধীর উচিত তাঁর পরিবার গত ৪ দশকে দেশের জন্য কী করেছে তার খতিয়ান তুলে ধরা।' 

Bootstrap Image Preview