Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ায় কলেরা আক্রান্ত হয়ে ৯৭ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৯ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৯ AM

bdmorning Image Preview


আফ্রিকার দেশ নাইজারে চলতি বছর কলেরায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে। নাইজেরিয়ার ইয়োব এবং বর্নো রাজ্যে তিন হাজার ১২৬টি কলেরা সংক্রমণের রেকর্ড লিপিবদ্ধ করা হয়েছে।

শনিবার জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এ তথ্য জানিয়েছে।

ওসিএইচএ জানায়, নাইজেরিয়ার ইয়োব এবং বর্নো রাজ্যে সব থেকে বেশি লোক কলেরা সংক্রমণের আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৯৭ জনের মৃত্যু হয়েছে।

জাতিসংঘ বলছে, গত দুই সপ্তাহেই দেশটির উত্তর পূর্বাঞ্চলে এ রোগে আক্রান্ত হয়ে প্রায় শখানেক মানুষের মৃত্যু হয়েছে।

আন্তর্হাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে আরো বলা হয়েছে, দুই সপ্তাহ আগে বর্নো রাজ্যে এই কলেরা সংক্রমণের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার লেক শাদ এলাকায় ২০১৮ সালে ৫শ'র বেশি মানুষ কলেরা আক্রান্ত হয়ে মারা গেছেন। গত চার বছরের মধ্যে এটাই অঞ্চলটিতে কলেরার সবচেয়ে বড় সংক্রমণ।

Bootstrap Image Preview