Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধায় গ্যাস সংযোগ দেয়ার দাবিতে ঢাকায় মনববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২০ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২০ PM

bdmorning Image Preview


গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলায় গ্যাস সংযোগ দেয়ার দাবিতে মানববন্ধন করেছেভালোবাসি গাইবান্ধানামে একটি সংগঠন।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্শ্ববর্তী জেলায় গ্যাস সংযোগ থাকলেও নেই গাইবান্ধায়। সম্প্রতি সরকার উত্তরবঙ্গে গ্যাস সংযোগ দিলে গাইবান্ধা জেলাকেও এর অন্তর্ভুক্ত করতে হবে।

মানববন্ধনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেনআমরা রান্নার জন্য গ্যাস সংযোগ চাই না। আমরা চাই শিল্প প্রতিষ্ঠা করতে। গাইবান্ধায় শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা হলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, কমবে দারিদ্রতা।

তিনি আরও বলেন, উত্তরের শিল্প বাণিজ্যের অপার সম্ভবনা থাকা সত্তেও গ্যাস সংযোগের অভাবে নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে না।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভালোবাসি গাইবান্ধার সভাপতি গোলাম আশিক যাদু, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সহ-সভাপতি খন্দকার আব্দুল্লাহিল কাফি, সাবেক সভাপতি মোকছুদার রহমান মাকসুদ প্রমুখ।

Bootstrap Image Preview