Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিডিমর্নিং প্রতিনিধি কবির আল মাহমুদ 'অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব'র যুগ্ম-সম্পাদক নির্বাচিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৫ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৫ PM

bdmorning Image Preview


অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন, স্পেন-বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য, বাংলা টিভির মাদ্রিদ প্রতিনিধি ও ৫২বাংলা টিভির স্পেন ব্যুরো চীফ এবং বিডিমর্নিং এর স্পেন প্রতিনিধি সিলেটের কবির আল মাহমুদ।

সম্প্রতি ইতালির রাজধানী রোমের স্থানীয় একটি হলরুমে ইউরোপের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সর্ববৃহৎ ঐক্যবদ্ধ প্ল্যাটফরম অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে যুগ্ম সম্পাদক পদে  নির্বাচিত হন তিনি।

এছাড়া সভাপতি পদে বাংলাভিশন ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহাম্মেদ দ্বীপ এবং ইতালি যুগান্তর প্রতিনিধি জমির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কবির আল মাহমুদের পৈত্রিক নিবাস সিলেটর বিয়ানীবাজার উপজেলার আলীনগর উনিয়নের চন্দগ্রামে।

৩১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মিরন নাজমুল (জাগোনিউজ, বার্সেলোনা), সহ-সভাপতি রিয়াজ হোসেন (চ্যানেল এস, ইতালি), সহ-সভাপতি মিনহাজুল আলম মামুন (এটিএন বাংলা, মাদ্রিদ), সহ-সভাপতি মাহবুব সুয়েদ (বাংলা পিটি পর্তুগাল), সহ-সভাপতি ফারুক আহাম্মেদ মোল্লা (এনটিভি, বেলজিয়াম), সহ-সভাপতি নুরুল ইসলাম (নয়াদিগন্ত ফ্রান্স), সহ-সভাপতি আখি সীমা কাওসার (লন্ডন টাইমস, ইতালি), যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ বাহার (এনটিভি, জার্মানি), যুগ্ম সম্পাদক জহুরুল হক (বাংলার দর্পণ, পর্তুগাল), যুগ্ম সম্পাদক সাহেদ আহমেদ (এমআইবি, ফ্রান্স), সাংগঠনিক সম্পাদক রনি মোহাম্মদ (এনটিভি, পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান (ডি টিভি, ইতালি), সাংগঠনিক সম্পাদক শফিউল শাফি (আরটিভি, ডেনমার্ক), সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান পাভেল (জাগোনিউজ, পর্তুগাল) অর্থ সম্পাদক মাহবুবুর রহমান (এনবিআই নিউজ, ফ্রান্স), প্রচার সম্পাদক রাসেল আহম্মেদ (এমআইবি, পর্তুগাল), দফতর সম্পাদক মোহাম্মদ নুরুল আলম (ইউরোপের কথা, ফ্রান্স), ক্রীড়া সম্পাদক সাইফুল আমিন (সময় টিভি মাদ্রিদ), সাংস্কৃতিক সম্পাদক তামিম হাসান (এশিয়ান টিভি অস্ট্রিয়া), তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমির হোসেন লিটন (ডিবিসি, রোম), মহিলা সম্পাদিকা মনিকা ইসলাম (আনন্দ টিভি, ইতালি), আন্তর্জাতিক সম্পাদক আশরাফ জানু (চ্যানেল আই ইতালি), অভিবাসী সম্পাদক জুম্মন মাদবর অনিক (ভেনিস), সদস্য খান রিপন, অ্যাডভোকেট আনিসুজ্জামান, আহসান উল্লাহ, মিল্টন রহমান, ফেরদৌসী সুলতানা প্রমুখ।

দায়িত্বপ্রাপ্ত নতুন নেতৃবৃন্দ জানান খুব শিগগির অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে কমিটির নেতৃবৃন্দকে ইউরোপ কমিউনিটির কাছে পরিচয় করিয়ে দেয়া হবে।

স্পেনের রাজধানী মাদ্রিদে স্থায়ীভাবে বসবাসরত কবির আল মাহমুদ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত। তিনি দেশে এবং প্রবাসে দীর্ঘ দিন যাবতসাংবাদিকতা করে আসছেন।

ইতিপূর্বে দৈনিক উত্তর পূর্ব, কাজির বাজার, যুগভেরীতে রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

এছাড়া বহির্বিশ্বে সর্ব প্রথম বাংলা সংবাদপত্র সত্যবাণীর স্পেন করেসপন্ডেন্ট দায়িত্ব পালন করে আসছেন।

তিনি যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অতীতের ন্যায় আগামীতে সকলের সহযোগিতা কামনা করেন।

কবির আল মাহমুদ অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় বিডিমর্নিং এর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। বিডিমর্নিং এর হেড অব নিউজ ফারুক আহমাদ আরিফ বলেন, কবির আল মাহমুদ দীর্ঘদিন যাবত বিডিমর্নিংসহ জাতীয় ও আন্তর্জাতিক অনেকগুলো গণমাধ্যমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। আমরা তার দায়িত্ব পালনকালীন সময়ে আরো ভালো উদ্যোগ গ্রহণের অনুরোধ করবো।

তিনি ইউরোপে বাংলাদেশের সুনাম ছড়াচ্ছে। আগামীতে এটি আরো সুন্দরভাবে করবেন। দেশকে সমৃদ্ধ করতে 'অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব' এর নেতৃবৃন্দ যে কল্যাণমূলক কাজ করছে আমরা তাদের সকলের সাফল্য কামনা করছি।

Bootstrap Image Preview