Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাইক চালককে গুলি করে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৮ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


খুলনার বাগেরহাটে হাসান (৩৫) নামে এক বাইক চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন প্রদীপ সাহা ও রফিক নামে আরও দুইজন বাইক আরোহী।

গতকাল শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট সদর উপজেলার যুগীডাঙ্গা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত হাসান খুলনার রুপসা উপজেলার বাগমারা গ্রামের জাহাঙ্গীরের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এদিকে আহত প্রদীপ সাহা ও রফিক খুলনা শহরের কালিবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, প্রদীপ সাহা খুলনা শহরের খৈ-ভুসি বিক্রয় প্রতিষ্ঠান এম দেওয়ান স্টোরের ব্যবস্থাপক। সপ্তাহের প্রতি শুক্রবার উক্ত প্রতিষ্ঠানের কর্মচারীগন খুলনা থেকে বাগেরহাটে পাওনা টাকা আদায়ের জন্য আসা-যাওয়া করেন। ঘটনার দিন প্রদীপ সাহা রফিককে সঙ্গে নিয়ে হাসানের মোটরসাইকেলে করে বাগেরহাট গিয়েছিলেন ওই প্রতিষ্ঠানের পাওনা টাকা আদায় করতে। সেখান থেকে খুলনা ফেরার পথে তাদের উপর অতর্কিত গুলি করা হয়। এতে মোটরসাইকেল চালক হাসান ঘটনাস্থলে নিহত হন। আহত হন প্রদীপ ও রফিক।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জেলার পুলিশ সুপার পংকজচন্দ্র রায় জানান, বাগেরহাট সদর উপজেলার যুগীডাঙ্গা এলাকায় খুলনা-মংলা মহাসড়কে তাদের ওপর হামলা করা হয়। তাদের কাছ থেকে টাকা ছিনতাই করতে এই হামলা চালানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসানের পিঠে অন্তত তিনটি গুলি লেগেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান এ কর্মকর্তা।

Bootstrap Image Preview