Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শাপলা কুড়াতে গিয়ে ব্রহ্মপুত্র নদীতে ভাইবোনসহ তিন জনের মৃত্যু

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৭ PM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৭ PM

bdmorning Image Preview


নরসিংদী জেলার বেলাব উপজেলার ইব্রাহিমপুরে ভৈরবে নিকটে ব্রহ্মপুত্র নদীতে শাপলা কুড়াতে গিয়ে ভাইবোনসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে বেলাব উপজেলার ব্রহ্মপুত্র নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ভৈরব উপজেলার বাশগাঁড়ি গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে তামিম (০৮), তার মেয়ে  সামিরা (১১), নরসিংদী জেলার বেলাব উপজেলার ভাটেরচর এলাকার বাদল মিয়ার মেয়ে নীলা আক্তার ইতি(১৯) । 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে একটি নৌকা করে ৭-৮ জন স্থানীয় ব্রহ্মপুত্র নদীতে শাপলা কুড়াতে যায়। হঠাৎ তাদের মধ্য থেকে একজন নৌকা থেকে লাফ দিতে গেলে নৌকায় পানি উঠে ডুবে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে স্থানীররা ৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে ৩-৪ জন। তাদের মধ্য নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ এলাকার মনির মিয়ার ছেলে নোমান, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার এমাদ মিয়ার মেয়ে সালমা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, নৌকা ডুবি ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করা হয় । এছাড়াও আহত ২ জনকে হাসপাতালে চিকিৎসা চলছে। 



 

Bootstrap Image Preview