Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জঙ্গি বিরোধী অভিযান, অস্ত্রসহ আটক ১

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৪ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:১৪ AM

bdmorning Image Preview


গোপালগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ শেখ মুরাদ হোসেন মুরাদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন (পিপিএম) জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচণকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও মাদক, অস্ত্র, বিস্ফোরক ও জঙ্গি বিরোধী অভিযানে মাঠে নেমেছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমানের (বিপিএম) পরিচালনায় একদল পুলিশ সদর থানার কুঠিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি চাপাতি ও ১টি ডেগারসহ শেখ মুরাদ হোসেন মুরাদকে গ্রেফতার করা হয়। ধৃত মুরাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক  আইনে মামলা রুজু হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত মুরাদের বাড়ি সদর উপজেলার শুকতাইল কুঠিবাড়ী এলাকায়। ইতিপূর্বে তার বিরুদ্ধে খুন, ডাকাতি, দ্রুত বিচার আইন, চাঁদাবাজি, মারামারি, মাদক ও নারী নির্যাতণ দমন আইনে ৭টি মামলা রয়েছে। 

 

Bootstrap Image Preview