Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে ৮ কোটি ৪০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন

 হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩১ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩১ AM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ীতে ৮ কোটি ৪০ লাখ টাকার পৃথক দু'টি উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার এমপি।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অধিনে এ উদ্বোধন সম্পন্ন হয়।

সকাল ৯টায় পৌর শহরের নিমতলা মোড়ের পাশে ২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে একটি বহুতল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এছাড়া সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে একই সাথে ৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীরর সভাপতিত্বে আলোচনা সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আরী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা প্রকৌশলী শাহিদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ হাসিনা ভূঁইয়া ও প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সৈয়দ আবুল হাছান আজাদ প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা প্রকৌশলীর অধিনে কর্মরত ৭টি ইউনিয়নের ৭০ জন মহিলা শ্রমিককে ৭৪ হাজার টাকা করে মোট ৫১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Bootstrap Image Preview