Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে অস্ত্রধারী সেই ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৭ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৭ AM

bdmorning Image Preview


চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের সময় অস্ত্র প্রদর্শনকারী সাব্বির সাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাতে নগরীর রাজাপুকুর লেইন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ।

সাব্বির সাদিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান।

গ্রেফতার সাব্বির সাদিক চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত।

ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে বুধবার দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস। তিন দশক ধরে ইসলামী ছাত্রশিবিরের নিয়ন্ত্রণে থাকা চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ২০১৫ সালে নিয়ন্ত্রণে নেয় ছাত্রলীগ।

দীর্ঘদিন ধরে শিবির ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের কার্যক্রম না থাকা চট্টগ্রাম কলেজের ২৫ সদস্যের শাখা কমিটি গঠন করে মহানগর ছাত্রলীগ।

গত সোমবার রাতে কমিটি ঘোষণার পর মঙ্গলবার কলেজের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করেন পদ না পাওয়া নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগ নেতা নাছিরের অনুসারী। অন্যদিকে কমিটিতে প্রাধান্য পায় প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা।

পরে গত বুধবার চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে আবার ছাত্রলীগের একাংশ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এতে সাদা শার্ট পরিহিত মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাদিককে শাটারগান উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবি ভাইরাল হয়

Bootstrap Image Preview