Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৪ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৪ AM

bdmorning Image Preview


বান্দরবানের পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের থুইলাঅং পাড়ার কাছে এ ঘটনা ঘটে।

নিহত ডাকাতের নাম মো. আনোয়ার হোসেন প্রকাশ আনোয়ার বলি। 

এসময় লাশের পাশ থেকে দুটি দেশিয় অস্ত্র, ৬ রাউন্ড গুলি ও মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ।

এঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এরা হলেন, কনস্টেবল জ্যোতির্ময় চাকমা ও মো. সুলতান। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, নিহত আনোয়ার বলি বাইশারীর ডাকাত সর্দার আনাইয়্যা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। শনিবার ভোর রাতে টহলরত একটি পুলিশ দলের উপর ডাকাত বাহিনী গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। সেখানে ডাকাত আনোয়ার বলি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

সকালে লোকজন ডাকাত আনোয়ার বলির লাশ সনাক্ত করে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছে। 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর শেখ জানান, লাশের পাশে পড়ে থাকা একটি দেশিয় পিস্তল, একটি একনলা বন্দুক, ৬ রাউন্ড গুলি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

বাইশারীর ইউপি চেয়ারম্যান মো. আলম বলেন, ডাকাত আনোয়ার বলি অত্র এলাকার আতংক ছিল। সে ডাকাত বাহিনী আনোয়ার গ্রুপের প্রকাশ আনাইয়্যা বাহিনীর অন্যতম সর্দার ছিল।

কক্সবাজারের চকরিয়ার ইদগড়, রামু ও নাইক্ষ্যংছড়ির বাইশারীর এলাকায় লোকজনের কাছে আতংকের নাম ছিল এই আনোয়ার বলি। অপহরণ করে নির্যাতন, মুক্তিপণ আদায় হত্যা, গুমসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল এই আনোয়ার বলি।

Bootstrap Image Preview