Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর শ্যামপুরে নির্মাণ সামগ্রী পড়ে ২ শ্রমিক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৪ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৪ AM

bdmorning Image Preview


রাজধানীর শ্যামপুরের বড়ইতলা এলাকায় একটি কেমিক্যাল কারখানায় কাজ করার সময় ভারি মালামাল মাথায় পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, নজরুল হাওলাদার (৩৮) ও আবুল বাশার (৪৫)।

নজরুল বরগুনার আমতলী উপজেলার লতিফ হাওলাদারের ছেলে। দুই সন্তানসহ পরিবার নিয়ে বড়ইতলা এলাকায় থাকতেন তিনি। তবে বাশারের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বড়ইতলা এলাকায় একটি কেমিক্যাল কারখানার মালামাল সরানোর কাজ করছিলেন তারা। তার পাশেই ক্রেইন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মালামাল সরানোর কাজ করছিলো আরেক দল।

এ সময় ক্রেইন ছিড়ে ভারি মালামাল নজরুল ও বাশারের মাথায় পড়ে। এতে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview