Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'ইসরায়েলিরা জানে তাদের ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫২ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫২ AM

bdmorning Image Preview


ইসরায়েলিরা জানে তাদের ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবু তোরাবি ফার্দ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) তেহরানের জুমা নামাজের খোতবায় এই মন্তব্য করেন।

জুমার নামাজের অস্থায়ী খতিব জানিছেন, ইমাম হুসাইন (আ:) ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন ও বাহরাইনের জনগণের আদর্শ এবং তিনি বিশ্বের মুক্তিকামী মানুষকে বীরত্বের শিক্ষা দিয়েছেন।

তিনি বলেন, ইরানের ওপর চাপিয়ে-দেয়া আট বছরের প্রতিরোধ যুদ্ধে আশুরার শিক্ষার প্রতিফলন ঘটেছিল এবং তা লেবানন ও ইরাকের জনগণকে দাম্ভিক ও আধিপত্যকামী শক্তিগুলোর মোকাবেলায় রুখে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে।

হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ হাসান আবু তোরাবি ফার্দ ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরাইলের নেতানিয়াহু ও সৌদির বিন সালমানের আচরণ বিশ্লেষণ করে বলেছেন, ইসলামী ইরানের গত ৪০ বছরের ভূমিকা ও অভিজ্ঞতা মার্কিন সরকার আর বিশ্ববাসীর কাছে স্পষ্ট। ইরানি জাতি ইমাম হুসাইন (আ)'র আদর্শ অনুসরণে অবিচল রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ হাসান আবু তোরাবি ফার্দ প্রতিরোধ অক্ষের ব্যাপারে দখলদার ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্বেগ প্রসঙ্গে বলেছেন, ইসরাইল জানে যে তার ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে

Bootstrap Image Preview