Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পবিত্র অাশুরা উপলক্ষে ভৈরবে হাজারো ভক্তের তাজিয়া মিছিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৩ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৩ PM

bdmorning Image Preview


ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে হোসাইনী সুন্নি সম্প্রদায়ের হাজারো ভক্তের সমাগমে তাজিয়া মিছিলের মাধ্যমে পালিত হয়েছে পবিত্র আশুরা।

প্রতিবছরের ন্যায় এবারও ভৈরব শহরের জগন্নাথপুর এলাকার লক্ষ্মীপুরে পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে আজ (শুক্রবার) ১০ মহরম মুসলিম উম্মাহর শোক ও ত্যাগের দিন হিসাবে পরিচিত এ দিনটি পালন করে ভক্তবৃন্দরা।

পৌর এলাকার কয়েকটি গ্রামে ৯টি খানকা শরীফে ইমাম বাড়া ও তাজিয়া তৈরির সকল প্রস্তুতি বৃহস্পতিবার রাতের মধ্যেই শেষ করা হয়। শুক্রবার বিভিন্ন খানকা শরীফে হাজারো হুসাইনী ভক্তরা দলে দলে যোগদান করে বিকেল ৩টায় ইমাম বাড়া ও ঘোড়ার বহরসহ বর্ণাঢ্য তাজিয়া মিছিল নিয়ে লক্ষ্মীপুর এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে নির্ধারিত তাজিয়া মাঠে সমবেত হয়।

এ সময় হুসাইনী ভক্ত প্রেমিকগণ ইমামবাড়াগুলো নিয়ে জারি, মরছিয়া ও হাই হুসাইন, হাই হোসেন মাতমের মাধ্যমে ইমাম হোসাইনের শাহাদাতের স্মৃতিকে স্মরণ করে। পরে কারবালা নামকস্থানে মোনাজাতের মাধ্যমে হোসাইনী সুন্নি সম্প্রদায়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে নাশংকতা ও বিশৃংখলা এড়াতে গোয়েন্দা নজরদারিসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা দেখা যায়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে ৭৫ জন পুলিশ সদস্য ও কিশোরগঞ্জ ডিবি পুলিশের ইন্সপেক্টর শাহীন পারভেজের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম তাজিয়া মিছিলের ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে স্থানীয় তাজিয়া মাঠ ও সড়কে দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন বলে ভৈরব থানার ওসি জানিয়েছেন।

Bootstrap Image Preview