Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মানুষ ও মানবতার জন্য ওসি পুলক চন্দ্র রায়ের ব্যতিক্রমী উদ্যোগ

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৪ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৪ PM

bdmorning Image Preview


বরগুনার তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় নানা উদ্যোগ ও সাফল্যে জনসাধারনের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। ইতোমধ্যে তিনি জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন।

পুলক চন্দ্র রায় গত (২৬ জানুয়ারি ২০১৮) বরগুনার তালতলী থানায় যোগদান করেন। যোগদানের পর জনস্বার্থ ও মানবিক সংশ্লিষ্ট বেশ কয়েকটি কাজ করেছেন যা স্থানীয় জনগণের কাছে প্রশংসিত হয়েছে। তিনি এলাকার মানুষের কাছে অতি পরিচিত নাম। কারণ এর আগে তিনি বরগুনা সদর থানায় ওসি তদন্ত ও পরে আমতলী থানায় ওসি হিসেবে থানায় কর্মরত ছিলেন। তালতলী থানার পার্শবর্তী থানা আমতলীতে বেশ সফলতার সাথে কাজ করে এসছে। 

তালতলী থানায় যোগদান করেই দালালমুক্ত ও মাদকমুক্ত থানা ঘোষণা দেন। বরগুনার তালতলী থানায় সর্বোচ্চ মাদকের মামলা দিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মনে আতঙ্কের সৃষ্টি করেছেন এবং জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি ।

তার ব্যতিক্রমী আরো উদ্যোগ হলো, থানায় মামলার সংখ্যা কমিয়ে আনা, ছোট ছোট অপরাধ স্থানীয়ভাবে নিস্পত্তি, উপজেলার ৭টি ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং সভা, বিট পুলিশিং সভা, সন্ত্রাস ও মাদকবিরোধী সভা, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রত্যন্ত এলাকায় পাহারা জোরদার, স্কুল ও কলেজে স্টুডেন্ট কমিউনিটি সভা ও কমিটি গঠন, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ, টাকা ছাড়াই থানায় জিডি।

চলতি বছরে গত ২৯ মার্চ ১টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করেছেন। তালতলী থানা একটি সু-সজ্জিত ও সু-শৃঙ্খল প্রতিষ্ঠান করাই তার লক্ষ্যে।

ওসি পুলক চন্দ্র রায় জানান, আমি এ থানায় কমরর্ত থাকা অবস্থায় কোন সন্ত্রাস ও মাদক থাকতে পারবে না। মাদকের সাথে জীবনে কখনো আপস করিনি, আর করব না। তবে মাদক পুরোপুরি নির্মূল করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছে।
 

Bootstrap Image Preview