Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় ভাইয়ের হাতে ভাই খুন, মামলা দায়ের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৭ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৭ AM

bdmorning Image Preview


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় পৈতৃক সম্পত্তির ওপর তালগাছ কাটা নিয়ে বড় ভাই কবির মাতুব্বারের হাতে ছোট ভাই ওলিয়ার মাতুব্বর (৫০) খুন হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই নিহতের স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়, গত বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে বিভাগদি গ্রামের মৃত এলেম মাতুব্বরের দুই ছেলে কবির মাতুব্বার ও তার ছোট ভাই ওলিয়ার মাতুব্বারের মধ্যে একটি তাল গাছ কাটা নিয়ে মারামারি হয়। এ সময় বড় ভাই কবির মাতুব্বর ও তার ছেলে মুজাহিদ মাতুব্বার ওলিয়ার মাতুব্বরের মাথায় আঘাত করলে মারাত্মক আহত হয়।

পরে আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন। ঢাকা নেওয়ার পথে বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে সে পথে মধ্যে মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে কবির মাতুব্বার ও তার ছেলে মুজাহিদ মাতুব্বারসহ ৩ জনের বিরুদ্ধে সালথায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, বাড়ির উপর একটি তাল গাছ কাটা নিয়ে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিরা সবাই পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে।

Bootstrap Image Preview