Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর দুই খুন

সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৪ AM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৪ AM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর দুই খুনের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক ঘটছে খুনের ঘটনা বাড়ছে নানা অপরাধ। 

স্বামীর হাতে স্ত্রী খুন এবং দুর্বৃত্তদের হাতে যুবক খুন। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পের ডি-৫ ব্লকে স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনা ঘটে।

উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেন।

নিহত সাবেকুন্নাহার প্রকাশ নুর ফাতেমার (১৯) পিতা ইজ্জত আলী জানান, কায়সার নামের এক রোহিঙ্গা যুবক অবিবাহিত দাবি করে ৩ মাস পূর্বে তার মেয়েকে বিয়ে করে। বিয়ের পর থেকে তার পূর্বের স্ত্রীর প্ররোচনায় মাদকাসক্ত কায়সার প্রতিরাতেই নুর ফাতেমাকে মারধর করে ভাত কাপড় না দিয়ে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল।

বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ইয়াবা সেবন নিয়ে তর্কবিতর্কের পরে নুর ফাতেমা অভুক্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে।

নুর ফাতেমার বড় ভাই সিরাজ জানান, ওই রাত ১টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে নেশাগ্রস্ত কায়সার তার বোনকে ঘুমন্ত অবস্থায় গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে।

এঘটনায় নুর ফাতেমার পিতা ইজ্জত আলী বাদি হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, স্ত্রী হত্যাকারী কায়সারকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে উখিয়ার বালুখালী ক্যাম্পের বি-৪৩ রোহিঙ্গা ক্যাম্পের বদিউজ্জামানের ছেলে মো. ইসলাম (৩৫) নামের এক যুবককে অজ্ঞাতনামা রোহিঙ্গা দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়া থানা পুলিশ বালুখালী বি-১৭ নম্বর ক্যাম্প থেকে নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় তার ভগ্নিপতি আহম্মদ হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Bootstrap Image Preview